নওগাঁর ধামইরহাটে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের নয়াপুকুর সাহাপুর মোড়ে ধামইরহাট ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো.মুর্তুজা লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা,কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা জাপার সভাপতি জননেতা এড.মো.তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা আহবায়ক মো. সাইদুল ইসলাম বুদু,উপজেলা জাপার আহবায়ক দেওয়ান আব্দুল হান্নান,সদস্য সচিব বদিউজ্জামান মন্ডল,পৌর জাপার সভাপতি লুৎফর রহমান,সম্পাদক ডা.আমিনুর রহমান,জাপা নেতা আব্দুল মান্নান,উপজেলা কৃষক পার্টির আহবায়ক নজরুল ইসলাম,বিশিষ্ট ছাত্রনেতা মুক্তারুল আলম,যুব সংহতির সভাপতি মুরাদ হোসেন,কৃষক নেতা হারেজ উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।