রাব্বানীর ওপর হামলা: গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে ডিসেম্বর ২০২১ ০৯:২৪ অপরাহ্ন
রাব্বানীর ওপর হামলা: গ্রেপ্তার ২

মাদারীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে রাজৈর ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।


গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা ও একই এলাকার জহিরুল মাতুব্বর।


মামলার বিবরণে জানা যায়, রোববার বিকেলে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে পরিদর্শনে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসময় জালভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে তিনি প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী (নবনির্বাচিত চেয়ারম্যান) মোশারফ হোসেনের সমর্থকরা রাব্বানীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। রাব্বানীকে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই বন্ধুকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


এ ঘটনায় সোমবার (২৭ ডিসেম্বর) রাতে গোলাম রাব্বানীর বাবা এমএ রশিদ আজাদ বাদী হয়ে রাজৈর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।


এদিকে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান।


প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ মোল্লা বিজয়ী হলেও গোলাম রাব্বানীর মামা মো. সালাহউদ্দিন আহম্মেদ পরাজিত হন।