চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছান।তার সঙ্গে স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরেছেন। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ তথ্য নিশ্চিত বলেন, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছে গেছেন। অন্যদিকে, গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বলেন, ড. কামাল হোসেন সাড়ে ১২টার পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরেছেন, এইটুকু জানি। তাঁর সঙ্গে স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরেছেন।
তিনি বলেন, ড. কামাল হোসেনের গাড়ির চালক তাঁকে আনতে এয়ারপোর্টে গেছেন। তবে এখনও বাসায় পৌঁছেছেন কিনা এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান। ওই দিন (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসনকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বরও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. কামাল হোসেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।