‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনোদিন কোনো নির্বাচন হবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৬ই নভেম্বর ২০২১ ০৬:২৯ অপরাহ্ন
‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনোদিন কোনো নির্বাচন হবে না’

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনও দিন কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।


আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে যত সমস্যাই থাক সেটা শত্রুতা নিয়েই হোক, তা সমাধান করতে হলে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি নাকি আলোচনায় আসবে না। তাহলে সমাধান হবে কিভাবে?‘


নৌকার বাইরে কারও সুযোগ নেই জানিয়ে ড. রাজ্জাক বলেন, ‘নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের, জননেত্রী শেখ হাসিনার নৌকা, নৌকা হলো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। কাজেই এ নৌকার বাইরে কারও কাজ করার সুযোগ নেই।’


তিনি বলেন, ‘এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য হল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কৃষি ও সমবায়ের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।’