মহান বিজয় দিবস উপলক্ষে সরাইল থানা পুলিশ কর্তৃক আয়োজিত, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার আন্ত: ইউনিয়ন পর্যায়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক সরাইল সদর ইউপি কাবাডি দল ও কালিকচ্ছ ইউপি কাবাডি দলের ফাইনাল খেলাই জয় হয়েছেন সরাইল সদর ইউপি কাবাডি দল। একই সময় সরাইল সদর ইউপি বালিকা কাবাডি দল বনাম পানিশ্বর কাবাডি ইউপি দল খেলাই জয় হন পানিশ্বর ইউপি কাবাডি দল।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, নবাগত সহকারী পুলিশ সুপার(সরাইল- সার্কেল) এর এএসপি মো.রকিবুল হাসান,এ সময় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরানুল ইসলাম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খাইরুল হুদা চৌধুরী বাদল, সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন,কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সায়েদ মিয়া, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ শিক্ষক,পুলিশের কর্মকর্তাবৃন্দ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।