করোনা নিয়ে ভুল পরিসংখ্যান দিচ্ছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৫ অপরাহ্ন
করোনা নিয়ে ভুল পরিসংখ্যান দিচ্ছে সরকার: রিজভী

সরকার কারোনা আক্রান্ত রোগীর ‘ভুল’ পরিসংখ্যান তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন।রিজভী বলেন, আজকে কত লোক মারা যাচ্ছে? সংবাদে বলে কয়েকজনের কথা।অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। গতকালের সংবাদে বেরিয়েছে যে, সরকার যেটা ডাটা তৈরি করছে করোনায় কতজন আক্রান্ত তার মধ্যে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে।'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তার মানে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পারছে না, কোনো প্রতিকার পাচ্ছে না।এই যে হঠাৎ একটা বৈশ্বিক মহামারির ধাক্কা- এরজন্য যে ঔষধ, এরজন্য যে হাসপাতাল, এরজন্য যে স্বাস্থ্যবিধি তৈরি করা-এটা সরকার করেনি। মানুষ রাস্তায় মারা যাচ্ছে, হাসপাতালের বারান্দায় মারা যাচ্ছে, কোনো চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সর ভেতরে মারা যাচ্ছে।’

রিজভী বলেন, ‘ঢাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো লোক করোনায় আক্রান্ত হলে পরে সে কীভাবে বাঁচবে? তার বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। জনগণের সরকার থাকতো, জনগণের জবাবদিহিমূলক সরকার থাকতো সে বাধ্য হতো যে, না আমাকে আগামী দিনে ভোট নিতে হলে আজকে অসহায় মানুষের পাশে থাকতে হবে। ওদের তো ভোটের দরকার নাই, ওদের নির্বাচনের দরকার নাই যার কারণে ওরা জনগণকে কোনো পাত্তা দেয় না।'

রিজভী অভিযোগ করে বলেন, ‘ওরা (সরকার) ক্ষমতা দখলে রাখার জন্য, চিরস্থায়ী করার জন্য পদ্ধতি নিয়েছে কয়েকটি। বিচারবহির্ভূত হত্যা। আপনার ছেলে অন্য দল করে, ভিন্নমত পোষণ করে, সরকারের সাথে একমত পোষণ করে না। রাতের অন্ধকারে গিয়ে দুদিন-তিন দিন নেই, হয়ত ধান ক্ষেত্রে তার লাশ পাওয়া যাবে, না হয় চিরদিনে তার হদিস পাওয়া যাবে না।'বিএনপির নেতাকর্মীদের ত্রাণ বিতরণকালে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন দলটির এই কেন্দ্রীয় নেতা।জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।