মানুষের জীবন-জীবিকা রক্ষা করছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ১১:১৩ পূর্বাহ্ন
মানুষের জীবন-জীবিকা রক্ষা করছে সরকার: তথ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে। যে কারণে আমাদের দেশে করোনা পরিস্থিতি আল্লাহর রহমতে এখনও অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছে। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে, তেমনি মানুষের জীবিকাও রক্ষা করতে হবে। তাই সরকার মানুষের জীবন এবং জীবিকা দুটোই রক্ষায় কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে কোভিড-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও অন্যান্য বিষয় সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে ১৭ লাখ টন খাদ্য মজুত আছে। ইতোমধ্যে এক লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরও ছয় লাখ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লাখ পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করে আসছে। এ ধরনের আরও পঞ্চাশ লাখ কার্ড করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এক কোটি কার্ডধারী মানে পাঁচ কোটি মানুষ। সমগ্র বাংলাদেশে সরকারিভাবে দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে।

ভিআইপিদের চিকিৎসার জন্য সরকার আলাদা ব্যবস্থা করেছে- এ ধরনের একটা সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন অনলাইনে, সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, সরকারের এ ধরনের কোনও সিদ্ধান্ত নেই এবং ছিল না। এ বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী আজ স্পষ্ট করেছেন। আমি জানি, দুই-একটি অনলাইনে এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। ভালো মতো যাচাই-বাছাই না করে যারা এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া দায়িত্বশীল সাংবাদিকতা নয়। এ সময় তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেওয়া হলেও মধ্যবিত্ত শ্রেণির বিষয়ে কী ভাবা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে তাদের ঘরে ত্রাণ পৌঁছানো হচ্ছে। হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না। তবে, বাংলাদেশের মানুষের সামাজিক বন্ধনটা অনেক বেশি। এই সময়ে বোঝা যাচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটা এই সংকটের মধ্যে প্রমাণ হয়েছে। আমরা সবাই ইউনাইটেড হয়েছি। মানুষকে কত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত নেওয়া যায় সেজন্য প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন।

সমন্বয় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, নজিবুল বশর মাইজভাণ্ডারী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা নদভী, ওয়াসিকা আয়েশা খানম, খাদিজাতুল আনোয়ার সনি, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।