যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু প্রায় ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ১০:০৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু প্রায় ৩ হাজার

করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও দেশটিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক মানুষ, মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৫ জনের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ১৭৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন এবং মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ৬৫৭ জন।