সোয়াইন ফ্লু-তে আক্রান্ত অমিত শাহ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই জানুয়ারী ২০১৯ ১১:২৬ পূর্বাহ্ন
সোয়াইন ফ্লু-তে আক্রান্ত অমিত শাহ

ফেনীর সোনাগাজীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ওমর ফারুকের (৪৫)। বুধবার সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। ওমর ফারুক মৃত বাদশা মিয়ার ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, সোনাগাজী ও মিরসারাইয়ে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক অঞ্চলে ওই পরিবারের পৈত্রিক জমির একাংশ অধিগ্রহণ হলে কিছু টাকা পাওয়া যায়। গত ক’দিন ধরে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ছোট ভাই নুরুল আবসার ও বড় ভাই ওমর ফারুকের মাঝে বিবাদ চলছিল। নিহত ওমর ফারুকের স্ত্রী মায়া বেগম জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে টাকার বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মাঝে বিরোধ তীব্র আকার ধারণ করে। এসময় আবসার লাঠি দিয়ে ফারুকের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা ফেনী অথবা চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন। সন্ধ্যা ৬টার দিকে ওমরের রক্তাক্ত দেহ ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা আছে বলে তিনি জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, সোনাগাজীর আমিরাবাদ এলাকার অনেকরই জমি রয়েছে মিরসরাইয়ের ইছাখালি এলাকায়। একইভাবে এ পরিবারেরও জমি রয়েছে ওই এলাকায়। পারিবারিক বিরোধের জেরে টাকার ভাগ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। স্থানীয়ভাবে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন ওমর।

সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সাইফুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে এ ঘটনার সাথে জড়িতদের সন্ধানে তল্লাশী চালায়। তবে সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। ঘটনাটি যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ইনিউজ ৭১/এম.আর