বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রাজনীতিতে নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। শনিবার (২১ ডিসেম্বর) তার ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে তিনি এ মন্তব্য করেন। পার্থ বলেন, ‘‘আমাদের যেন মনে না হয় যে আমাদের কোনো বিরোধী দল নেই, যা খুশি তাই করতে পারব। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।’’
তবে বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারটির বিষয়ে জানা যায়নি।
পার্থ তার বক্তব্যে অতীতের কিছু ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘রক্ষী বাহিনীর কথা এখন কেন মনে পড়ছে? রক্ষী বাহিনীর পরেও তো ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল। ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের এসপিরা স্যালুট দিয়েছে। এটাই বাস্তব।’’
তিনি বলেন, ‘‘যদি রাজনীতিবিদ ভালো না হন, যতই সেমিনার করা হোক কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ থাকলেই সব ঠিক হয়ে যাবে।’’
আন্দালিব পার্থ তার বক্তব্যে নৈতিক অবক্ষয়ের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, ‘‘হেফাজতের ছোট ছোট ছেলেদের কান ধরে উঠতে-বসতে দেখে আমাদের গায়ে লাগেনি। কিন্তু নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গোলাগুলি হলে গায়ে লাগে। কারণ, সেখানে আমাদের ভাই-বোনেরা পড়ে। জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?’’
তিনি বলেন, ‘‘প্রত্যেকটি সেক্টর এখন খারাপ। ভালো রাজনীতিবিদ কোথায় পাওয়া যাবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে, কিছুই ঠিক থাকবে না।’’
পার্থ আরও বলেন, ‘‘আমাদের উচিত এমন ব্যবস্থা করা, যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।’’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।