প্রকাশ: ৬ আগস্ট ২০২০, ২০:২৪
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার রাইটার্স ফেইসবুক গ্রুপের আয়োজনে জবি শিক্ষার্থীদের জন্য "ফেলে আসা ঈদ আনন্দ" নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগীতায় একজন প্রতিযোগী তার জীবনে অতীতে ফেলে আসা ঈদের দিনগুলোর স্মৃতিচারণ করে তার নিজের মত করে বিভিন্ন ধরণের সৃজনশীল কাজের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
প্রতিযোগীর পোস্ট বাতিল হওয়ার কারনঃ পোষ্টে কোন ধরণের ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বা লোগো ব্যবহার করা যাবেনা। শুধুমাত্র Jagannath University Feature Writer's গ্রুপের লিংক ছাড়া অন্য কোন লিংক ব্যবহার করলে। দেরি না করে এখনই আপনার ফেলে আসা ঈদ আনন্দ অভিজ্ঞতা শেয়ার করুন আর জিতে নিন ঈদ সালামী। ৫ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়েছে "ফেলে আসা ঈদ আনন্দ" নামের এই প্রতিযোগিতা! তাই এখনই আপনার ফেলে আসা ঈদ আনন্দ গল্প/কবিতাটি সাজিয়ে নিন। প্রতিযোগিতা চলবে ৫ আগস্ট থেকে শুরু করে থেকে ১০ আগস্ট এই ৫ দিন। আর এ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন Jagannath University Feature Writer's ফেইসবুক-গ্রুপ এর মাধ্যমে। ফেলে আসা ঈদ আনন্দ প্রতিযোগীতা সম্পর্কে যেকোনো প্রশ্ন করা যাবে ফেইসবুক গ্রুপে। Jagannath University Feature Writer’s গ্রুপের এই আয়োজনে সার্বিক সহযোগিতার রয়েছে "জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব"। Jagannath University Feature Writer's গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/2662102700736788/