প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ৪:৪৩
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিষয়ে বহু প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। জনসাধারণের কাছ থেকে তথ্য আহ্বানের প্রথম দিনে র্যাবের কাছে ৯২টি অভিযোগ জমা পড়েছে।শনিবার (১৮ জুলাই) পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী র্যাবের নির্ধারিত সেলে এসব অভিযোগ এসেছে।র্যাব সূত্র জানায়, ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে বিপুল সংখ্যক মানুষ নানাভাবে র্যাবকে তথ্য জানিয়ে সহায়তা চাচ্ছেন। একদিনেই সাহেদের বিরুদ্ধে ৯২টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে।
তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। অনেকেই অভিযোগ করেননি। তবে সাহেদ গ্রেফতার হওয়ার পর প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী র্যাবের সঙ্গে যোগযোগ করছেন।সাহেদের প্রতারণা, কু-কর্ম এবং বিভিন্ন অপরাধের বিষয়ে চাইলে যে কেউ আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। কোনো ভুক্তভোগী অভিযোগ দিতে চাইলে র্যাবের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।