প্রকাশ: ২ জুলাই ২০২০, ০:৪২
ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমনে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রান্সর্ফোস চেয়ারম্যান( প্রতিমন্ত্রীপদমর্যাদা) কুজেন্দ্র লাল এিপুরা এমপির নেতৃত্বে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সহায়তা দূূর্গম পাহাড়ী জনপদে পৌঁচেদিচ্ছি। তার অংশ হিসেবে পার্বত্য মন্ত্রনালয় কৃর্তক বরাদ্ধকৃত খাদ্যশস্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় চতুর্থ ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম এলাকার ৬৩৪টি পরিবারের মাঝে ১০কেজি চাল,৫০০গ্রাম তৈল, পৌঁছে দিচ্ছে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
হিরন জয় এিপুরার মাধ্যমে দূর্গম এলাকায় খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। তিনি আরো বলেন খাগড়াছড়ি আসনের স্হানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল এিপুরার জন্য সকলের কাছে আর্শীবাদ ও দোয়া চান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারন মানুষের পাশে আছে এবং থাকবে।তিনি আরো বলেন, সবাইকে সাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্হ্যবিধি মেনে চলার আহবানও জানান তিনি।পরে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের সামনে গাছের চারা রোপন করেন।