প্রকাশ: ৯ জুন ২০২০, ৮:৩৫
নিউইয়র্কের করোনা যোদ্ধা মেডিসিনের ডা:ফেরদৌস খন্দকারকে নিয়ে সমস্যাটিও কি প্রধানমন্ত্রীকে সমাধান দিতে হবে?নিউইয়র্কে তার করোনাযুদ্ধের বীরত্ব মানুষকে সেবাদান,সচেতনতা তৈরিতে অনবদ্য ভূমিকা, প্রবাসীদের মাঝেই জনপ্রিয় করেনি এদেশেও ইমেজ তৈরি করে।ব্যক্তিগত ভাবে চিনিনা।করোনাকালে গনমাধ্যম চিনিয়েছে।ভালো লেগেছে,দেশের দু:সময়ে তিনি মানুষের সেবায় অর্থ সময় নষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন।সাথে এনেছেন অনেক সুরক্ষা।এই সময়ে এটা কজন করে?
দুঃখজনক উন্মাদ কেউ কেউ তাকে খুনী বিশ্বাসঘাতক মোশতাক- রশীদের আত্নীয় বানালো!সরকারের খেয়ে পড়ে সরকারের প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে বসে দলকানারাই ফেসবুকে অপপ্রচার করে। তাদের রাজনৈতিক নিয়োগ, কাজতো আর নাই!শত্রুর সাথে পান্জা লড়েনা,নিজের মানুষের বিরুদ্বে মিথ্যাচার করে কাপুরুষরা! আশ্রয় প্রশ্রয়ে থাকা সুবিধাবাদী বিএনপি জামাত ও বঙ্গবন্ধু হত্যার ষঢ়যন্ত্রকারী এবং খুনীদের আত্নীয় স্বজনকে নিয়ে কথা বলেনা!
জাতীয় অধ্যাপক আন্তর্জাতিক মেডিসিন বিশেষজ্ঞ ডা:এ বি এম আব্দুল্লাহ ফেরদৌস খন্দকারকে মানুষের সেবায় কাজে লাগাতে পারেন।প্রধানমন্ত্রীকে বলতে পারেন।
লেখকঃ-