প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৩:২৯
টিম চৌরঙ্গী এখন মানবতার পুত্রদের নাম। অনাহার ও বীনা চিকিৎসায় থাকবে না আমার প্রতিবেশী এই শ্লোগানে অনুপ্রেরণীত হয়ে প্রতিবেশীদের দ্বারে দ্বারে খাবার আর ঔষধ পৌঁছে দিচ্ছে টিম চৌরঙ্গী। ১৫-০৪-২০২০ তারিখে বিতরণ হয়েছে ১০০ টি সর্বোমোট বিতরন সম্পন্ন হয়েছে ৩৭৮ টি। আজকের ১০০ টি ত্রান সামগ্রী বিতরণ তালিকা
অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেন এর নির্দেশনায় সেখ রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী বিতরণ করছে টিম চৌরঙ্গী। টিম চৌরঙ্গীর এই কার্যক্রমে চৌরঙ্গীর বিভিন্ন চাকরিজীবী মানুষ তাদের সামান্য সাহায্য দিয়ে একটা ফান্ড গঠন করেছে, সেই ফান্ড হতে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। যা চলবে ঈদের সময় পর্যন্ত।