
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১
নরসিংদী জেলার বেলাব থানায় অস্ত্র-মাদক উদ্ধার,গ্রেফতারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জে (ঢাকা বিভাগের) ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন বেলাব থানার উপপরিদর্শক (এসআই) মীর সোহেল রানা।
রোববার সকালে অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার-পিপিএম বার) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মীর সোহেলা রানার হাতে এ পুরষ্কার তুলে দেন। পুরস্কৃত হওয়ার পর অনুভূতি প্রকাশ করে এসআই মীর সোহেল রানা বলেন, কোনো কাজের পুরস্কার পাওয়া মানে কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়া।
এ পুরস্কারে অনুপ্রেরিত হয়ে আমার কাজের গতি সুদৃঢ় হবে। তিনি বলেন,আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে পুলিশ ও জনতার মেলবন্ধনের বিকল্প নেই। সে উদ্দেশ্যেই বেলাব থানা এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূল করতে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার-পিপিএম) স্যারের নির্দেশে জিরো টলারেন্স হিসেবে সচেষ্ট ছিলাম।
