
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০
সরাইল উপজেলার গ্রাম থেকে গ্রামাঞ্চলে মোড়ে গাছে-গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। রাতে শীতকেও বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ। বাংলা পঞ্জিকায় সদ্যই অভিষিক্ত ঋতুরাজ বসন্ত। গ্রামের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু মধুর সুরে। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা।

বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে তাই চাষি তো বটেই, কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়। এমন নজরদারি ছিল সরাইল উচালিয়াপাড়া মোড়ের ছায়ায় বৃত্ত আমের সদ্য মুকুল ফোটা আম গাছটি। মুকুলসহ আম গাছটি কেটে দিয়েছে কর্তৃপক্ষ। পথচারীরা অনেকে গাছের দিকে তাকিয়ে বলে আর কয়টা দিন থাকলেই বা কি হত! গাছের মালিক বলে, গাছ কাটবো ফল কাটবো তুমি দেখার কে।সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন সরাইল উপজেলার প্রায় সব এলাকাতেই এখন প্রচুর আমবাগান রয়েছে।
ফাল্গুনী হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাওয়া সোনাঝরা মুকুলে তাই স্বপ্ন বাঁধছেন চাষিরা। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এরই মধ্যে মৌ মৌ করতে শুরু করছে সরাইলের চারিদিক।বনফুল থেকে মৌমাছির দল গুনগুন করে ভিড়তে শুরু করেছে আম্রমুকুলে। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত হয়ে উঠছে মালিকের মন। উপজেলা জোরে সোনারাঙা সেই মুকুলের সৌরভ ছড়িয়ে পড়েছে আকাশে-বাতাসে।
