
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০

ভোলার বোরহানউদ্দিনে শুক্রবার শ্রদ্ধা-ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতিয় শহিদ দিবস পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথমে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. বশির গাজী পুষ্পস্তবক অর্পণ করেন। সাথে সাথে পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একে একে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বাত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলী আজম মুকুল এমপি’র নেতৃত্বে একটি বিশাল প্রভাত ফেরি ও শোক র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়কসমুহ প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। র্যালি শেষে স্কুল মাঠের মুক্ত মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় তিনি বলেন, ভাষা আন্দেলনের চেতনা ও জনগণের অধিকার আদায়ে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি আদায়ে সরকার কাজ করে যাচ্ছে। এসময় তিনি দেশে সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চার আহবান জানান। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ওসি ম. এনামুল হক প্রমুখ। সন্ধ্যায় ওই মে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে জুমা’র নামাজের পর উপজেলার সবক’টি মসজিদে মহান শহিদ পরিবার ও দেশ জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এদিকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করে। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সকাল সাড়ে ৭ টায় অস্থায়ী শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শোক র্যালি বের করে। র্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে শেষ হয়। র্যালি শেষে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারীর সভাতিত্বে বক্তৃতা করেন, মাদ্রাসা উপাধ্যক্ষ এএইচএম অলিউ্যাহ, মুহাদ্দিস মো. ফয়জুল আলম, ফকিহ্ মোহাম্মদ হাবিবউল্যাহ, প্রভাষক মাকছুদুর রহমান, মো. হাবিবুর রহমান জাযেরী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহাদ্দিস, মাও. আবদুল ওয়াদুদ।
ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি নিজ ক্যাম্পাসের শহীদ মিনারেও শিক্ষ-শিক্ষর্থীগণ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ইন্সটিটিউট মিলনায়তনে কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাকটর এ,কে এম তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, একাডেমিক সুপারভাইজার মো. মঞ্জুর মোরশেদ, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান আবু দারদা মালী, ইন্সট্রাকটর মো. এরশাদ প্রমুখ। সভাশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মানছুর আহমেদ।


এছাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দারুস সুন্নাত মডেল একাডেমিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনের শুরুতে ওই মাদ্রাসার অস্থায়ী শহিদ বেদিতে শিক্ষ-শিক্ষর্থী ও অভিভাবকগণ। এরপর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে একাডেমির অধ্যক্ষ মো. ফয়জুল আমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, মো. জাফরুল ইসলাম, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, মাও. মিজানুর রহমান, মো. হেমায়েতউদ্দিন, মো. আলাউদ্দিন, হাফেজ মিজানুর রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মো. ফয়জুল আলম।