সরাইলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২০ ১১:২৪ পূর্বাহ্ন
সরাইলে ভাষা শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা

যাঁদের আত্মত্যাগে মাতৃভাষার মর্যাদা আজ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত, তাঁদের জানাই গভীর শ্রদ্ধা। সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে  আজ শুক্রবার একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।দিবসের শুরুতেই সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ চত্বরের শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নবাগত  সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মাসুদ রানা ওসরাইল থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেনে'র 

 নেতৃত্বে সরাইল থানা পুলিশ পুষ্পস্তবক অপর্ন করে, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি'র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ পুষ্পমাল্য অর্পণ করে। মহিলা সংরক্ষিত আসনের এমপির পক্ষে এডভোকেট জয়নাল উদ্দিন জয়।পরে একে একে সরাইল মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা জাতীয় পার্টি, ছাত্রদল, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তক অর্পন করে শহীদদের সম্মান জানায়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্হ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদ কামাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা সহিদ  খালেদ জামিল খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাইম মৃদা,এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার উদ্দিন,উপজেলা আওয়ামী লাগে সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সরাইলস উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, মোঃ মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, মোঃ সিজার ও সদীপ দত্ত তনু প্রমুখ।