ঘুষের কোটি টাকাসহ সার্ভেয়ার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৪ অপরাহ্ন
ঘুষের কোটি টাকাসহ সার্ভেয়ার আটক

কক্সবাজার শহরের একটি বাসা থেকে জমি অধিগ্রহণের ঘুষ হিসেবে নেওয়া প্রায় এক কোটি টাকাসহ ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বেশকিছু চেক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওয়াসিম জেলা প্রশাসনের এল শাখার সার্ভেয়ার বলে জানা গেছে।এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি নির্ভযোগ্য সূত্র।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব