পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ফের স্থগিত করা হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমানের হঠাৎ অসুস্থ্যতা জনিত কারনে আজ (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবারের সম্মেলন স্থগিত করা হয়। উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, আজ (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি এ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেন এবং উব্দোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ একেএমএ আউয়াল সহ জেলা আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দের। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু উপজেলা আ.লীগ সভাপতি সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সমন্নয় সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার মিটিং শেষে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হার্টে সমস্যা দেখা দেয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার বিকালে খুলনার ফরটিস প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালে তিনি এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে থাকলেও আশংকা মুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠার পর সম্মেলনের পরবর্তি দিনক্ষণ নির্ধারন করা হবে বলে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান জানান।
উল্লেখ্য, এর আগে গত ২০১৯ সালের ১৭ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষমেষ তা অনিবার্য কারন বশত স্থগিত হয়ে যায়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।