বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কা নের দায়য়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা সড়ক পরিবহনের শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে কালিয়াকৈর বাসটার্মিনাল থেকে হুমায়ুন খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাংগাইল মহা সড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান। দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য করেন, আতোয়ার সরকার ও মোস্তফা মিয়া ও রেন্ডকার শ্রমিক সমিতির সাধার সম্পাদক মোঃ ওয়ারেজ মিয়া সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে মিথ্যা মান হানির মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।