কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ক্যাম্প এলাকায় এক অপহ্নত রোহিঙ্গা যুবককে উদ্ধার করতে গিয়ে পুলিশ ও রোহিঙ্গা অস্ত্রধারীদের মাঝে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উক্ত ঘটনাটি ঘটেছে বলে মধুরছড়া ক্যাম্প পুলিশের এসআই মোবারক হোসেন জানিয়েছেন। এ সময় পুলিশের এসআই ছিম্পু বড়ুয়া, শাহীন আহম্মদ, তানভির ছোটন,আকিদ ও অনিক দাশ গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে উখিয়া থানার নবাগত ওসি মর্জিনা আক্তার মর্জু পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহ্নত যুবক মোঃ খালেদকে উদ্ধার করার পাশাপাশি অপহরণের সাথে জড়িত ক্যাম্প ৬ এর শীর্ষ সন্ত্রাসী অস্ত্রধারী মৃত দলিলুর রহমানের ছেলে ছৈয়দ নুর (৪২) কে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করতে সক্ষম হয়।
বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নেতা রহমান মাঝি জানান, পুলিশ অস্ত্রধারী ছৈয়দ নুরকে আটক ও অপহ্নত খালেদকে উদ্ধার করে চলে যাওয়ার সময় প্রায় দুইশতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও গুলিবর্ষণ করে। এসময় পুলিশ আত্নরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করে।
উক্ত ঘটনায় বর্তমানে ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও তিনি জানান। উখিয়া থানার নবাগত ওসি মর্জিনা আক্তার মর্জুর মুঠোফোনে কল করে বক্তব্য জানার চেষ্টা করে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।