
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৩:৫৯
১৭ ফেব্রুয়ারি হোন্ডা এবং বাংলাদেশ স্টীল ও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপ এর কৃতজ্ঞতা স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ)-এর নিকট দুইটি অত্যাধুনিক হোন্ডা জিএল১৮০০ গোল্ডউইং (১৮০০ সিসি) মোটরসাইকেল হস্তান্তর করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি, আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব নাওকি ইতো, প্রিন্সিপাল সচিব ডক্টর আহমেদ কাইকাউস, ক্যাবিনেট সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইকোনোমিক জোন অথোরিটি (বিইজেডএ) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান, জনাব পবণ চৌধুরী এবং বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর মহাপরিচালক ও বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের অর্থ ও উন্ন্য়ন বিষয়ক সহযোগিতা বিভাগের দ্বিতীয় সচিব মেজর জেনারেল মো: মজিবুর রহমান, ওএসপি, পিপিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টীল ও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এর চেয়ারম্যান জনাব মো: রইস উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হিমিহিকো কাতসুকি, পরিচালক ও চীফ প্রোডাকশন অফিসার জনাব সইচি সাতো, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ভাইজ প্রেসিডেন্ট জনাব মাশাহিকো ইয়ানাগিডা, উপদেষ্টা ও প্রাক্তন অতিরিক্ত সচিব জনাব জামাল এ. নাসের চৌধুরী, অর্থ ও বানিজ্য বিভাগের প্রধান জনাব শাহ্ মোহাম্মদ আশেকুর রহমান (এফসিএ) এবং আব্দুল মোনেম ইকোনোমিক জোন এর ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এক্সিকিউটিভ অফিসার এ.এস.এম. মাইনউদ্দিন মোনেম।
গ্রাহকের প্রয়োজনীয়তার কথা ভেবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নতুন ও অত্যাধুনিক পণ্য দিয়ে গতিশীল ও ক্রমবর্ধমান এই বাজারে তাদের সকল চাহিদা পূরণ করতে। উল্লেখ্য যে, হোন্ডা মোটরসাইকেল শিল্পে সবচেয়ে দ্রুত-বর্ধনশীল একটি প্রতিষ্ঠান। হোন্ডা’র ভিশন ২০৩০-এ বলা আছে, “সেবার মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনের সম্ভাবনাগুলো জাগিয়ে তোলা” এবং “আধুনিকায়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে গতিশীল করা”।

এই ভিশনের কথা চিন্তা করেই ২০১৯ সালে হোন্ডা প্রাইভেট লিমিটেড সবার মাঝে নিরাপদ সড়কের সচেতনতা ছড়িয়ে দিতে স্থাপন করছে “সেফ্টি রাইডিং ডিপার্টমেন্ট”। হোন্ডা বাংলাদেশ হোন্ডা’র সেফ্টি ট্রাফিক সেন্টার জাপানের তত্ত্বাবধানে প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা সেফ্টি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে, যা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিআরটিএ-এর সাহায়তায় সারাদেশে পরিচালিত হবে।