
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৭
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদ চৌধুরী (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক মশিউল হক।
গত ১৫ ফেব্রুয়ারি কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার বুইজ্জার দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাহমিদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি বাজার এলাকার শাহাব উদ্দিন আহমেদের একমাত্র পুত্র সন্তান।
সুত্রে জানা যায়, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার নববিবাহীত দম্পতি ফয়সাল রেদওয়ান (৩৫) ও তাঁর স্ত্রী কাজী রোসালিয়া রাঙ্গুনিয়া দিয়ে কাপ্তাই পর্যটন স্পটে বেড়াতে আসেন। তাঁদের সাথে তার বন্ধু চুয়েট শিক্ষার্থী তাহমিদ চৌধুরী ও নাসিবা নাওয়ার ভ্রমনসঙ্গী ছিলেন। সারাদিন বেড়ানো শেষে সিএনজি অটোরিক্সা যোগে তারা চট্টগ্রাম শহরে ফিরছিলেন। ফেরার পথে সিএনজি ট্যাক্সিটি কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় এলে ফুল ঝাড়– বোঝাই বিকল হয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজি ট্যাক্সিতে থাকা সবাই গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পাশ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হলে ফয়সালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহমিদ চৌধুরী, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ারকে আশংকাজনক অবস্থায় নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তাহমিদও মারা যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব