
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১
চট্টগ্রামে জাহাজভাঙার আমদানিকারক প্রতিষ্ঠান মিশম্যাক গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকরা লাপাত্তা। এই প্রতিষ্ঠানের মালিক তিন ভাই মিজানুর রহমান শাহীন, মুজিবুর রহমান মিলন ও হুমায়ুন কবির। ৯টি ব্যাংকে তাদের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের অক্টোবরে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তার যোগসাজশে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে। এছাড়া চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে চেক জালিয়াতির মামলায় (এনআইঅ্যাক্ট) চার কোটি টাকা জরিমানা করেছে শাহীনের। এছাড়া শাহীনের ভাই মিলনের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলার অনুমোদন চেয়ে দুদকে অনুসন্ধান প্রতিবেদন জমা হয়েছে। কমিশনের অনুমোদন হলেই মামলা হবে। এছাড়া শাহীনের স্ত্রী কামরুন নাহার সাখীর বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের মালিকানায় থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি এনআরবি ব্যাংকের সাবেক পরিচালক। ইতিমধ্যে তার প্রায় ১৪ কোটি টাকার শেয়ার জব্দ বা ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ রয়েছে বিভিন্ন ব্যাংকের পাচার করা অর্থ দিয়ে স্ত্রীকে ব্যাংকের পরিচালক করেছিলেন শাহীন।
কানাডা প্রবাসী বাংলাদেশি ও দুদক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে শাহীন-সাখী দম্পতি এখন কানাডা প্রবাসী। তারা কানাডার টরন্টতে থাকেন। তার ভাই মিলন আছেন সিঙ্গাপুরে। সেখান থেকে পুরনো জাহাজ কিনে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন এবং দেশের ব্যবসা দেখাশোনা করেন।

