সরাইলে ধান কেনার লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
সরাইলে ধান কেনার লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন

সরাইলে কৃষকের কাছ থেকে আমন ধান কেনার লক্ষমাত্রার শত ভাগ সম্পন্ন হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে।

সে অনুযায়ী প্রতিমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। বাজারে বর্তমানে ধান বিক্রি হচ্ছে ৮‘শ থেকে সাড়ে ৮‘শ টাকায়। সেক্ষেত্রে সরাসরি সরকারি খাদ্য গুদামে এসে ধান বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্থির ভাব লক্ষ করা গেছে কৃষকদের মাঝে।

সরাইল খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ হাফছা হাই ইনিউজ৭১কে জানান, ২০১৯-২০ অর্থ বছরে (আমন মৌসুমে) সরাইলে ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৬৬১ মে.টন ধান ক্রয় করা হয়েছে। চাল কেনা লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক চাল ক্রয় করা হয়েছে বলে জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব