
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮
ভোলার বোরহানউদ্দিনে শুদ্ধ সুরে দলগত জাতিয় সংগীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, আলী আজম মুকুল এমপি। আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১০ টি ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ৩ টি গ্রুপে বিজয়ী হয়। গ্রুপ পর্যায়ের বিজয়ীদের মধ্যে শনিবার চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় “ক” গ্রুপে সরকারি উদয়ন মডেল প্রাইমারি স্কুল,“খ” গ্রুপে উপজেলা প্রশাসন স্কুল ও “গ” গ্রুপে সরকারি আব্দুল জব্বার কলেজ বিজয়ী হয়।
