
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ৩:০

উখিয়ার পাশের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমানা লাগোয়া বরইতলী সংলগ্ন সোনাঘোনায় রেসমিন আক্তার নামের ১০ বছরের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রী উক্ত এলাকার নুর মোহাম্মদের কন্যা।
১৫ ফেব্রুয়ারি সকাল ১০ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশে একটি দল এ উদ্ধার কাজে অংশ নেয়। ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। এঘটনায় জড়িত রাসেল নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। রাসেল একই এলাকায় বসবাসরত রোহিঙ্গা নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন ঘুমধুম ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার বদিউল আলম।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআনোয়ার হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত এক যুবককে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।
