
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২:৪১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে ঘটে যাওয়া ছেলের হাতে পিতা খুনের ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী হত্যার বিচার চেয়ে নিহতের স্ত্রী মোসাম্মৎ সানোয়ারা বেগম ছেলে শুভ-এর বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল শনিবার ঘাতক ছেলে শুভকে জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার পর পুলিশ গ্রেফতারের অভিযান চালায়। শুক্রবার রাতেই পৌরসদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
