পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কাপল মেলা অনুষ্ঠিত হয়েছে। “এবার ভ্যালেন্টাইন ডে হোক প্রিয় মানুষটিকে নিয়ে একটু অন্য রকম” প্রতিপাদ্য বিষয় নিয়ে এ মেলার আয়োজন করে কুয়াকাটা ইলিশ পার্ক। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত দম্পতিরা।
দিনভর বিভিন্ন ধরনের খেলাধুলা, সৈকতে ঘুড়ি উরানো, আড্ডা ও নাচ গানের মধ্যদিয়ে দিনটিকে উপভোগ করেন কাপল পর্যটকরা। এ মেলায় অংশ নিতে পেরে আনন্দে উচ্ছাসিত হয়েছেন কাপলরা।
ঢাকা থেকে আসা কাপল পর্যটক শাহজাহান জানান, এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে কাপল মেলা। আর এ মেলায় প্রিয়জনকে নিয়ে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। কাপল পর্যটক মৌ বলেন, ১৪ ফেব্রুয়ারীতে এই প্রথম কাপল মেলায় অংশগ্রহন করে ভালোবাসা দিবস উদযান করলাম।
কুয়াকাটা ইলিশ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটাকে বিশ্বের মাঝে আরো পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সবার সহযোহিতা পেলে সামনের বছরগুলোতে এ মেলার আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।