মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ১১টার দিকে জেলা স্টেডিয়াম চত্ত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আতাউর রহমার বিপ্লব, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, আব্দুল ওয়াহেদ, এবি সিদ্দিক, নাজমুল হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।