
এবারের ২১শে বই মেলা শুরুর আগেই মুঠো ফোনে কথা হচ্ছিল কবি ও লেখক মাহবুব-উল-আলম চৌধুরীর সাথে। কাজের চাপে যাব যাব করেও যাওয়া হয়নি লেখকের অফিসে। "ভালবাসা কে জেনেছে তারে" বইটির পাণ্ডুলিপি ছাপা আকারে যখন লেখকের হাতে চলে আসে তখনই যাওয়ার কথা ছিল কিন্তু সময় কাউকেই সেই অবসর টুকু দেয়নি। গতকাল বলা নেই কওয়া নেই হাজির হলাম বই মেলায়। ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম অনিন্দ্য প্রকাশ স্টলের সামনে

লেখক মাহবুব-উল-আলম চৌধুরী ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান । পুরো পরিবারটি জাতীয় রাজনীতির সাথে জড়িত কিন্তু তিনি থেকেছেন রাজনীতির ধরাছোঁয়ার বাইরে । পিতামহ মজিবুল হক চৌধুরী ছিলেন ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ, পিতা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য রেজা-এ-করিম চৌধুরী চুন্নু মিঞা । স্বাধীনতার ঠিক কয়েক বছর পূর্বে ১৯৬৮ সালে লেখকের জন্ম।
