অভিভাবকরা জানান, ঘটনার দিন সকালে চতুর্থ শ্রেণিতে পড়াচ্ছিলেন মোশারফ তালুকদার। রুটিন অনুযায়ী বাড়ির কাজ জমা দিতে পারেনি পাঁচ শিক্ষার্থী। এ সময় তাদের ঠোঁট টেনে মুখে থুথু দেন মোশারফ। পরে শিক্ষার্থীরা বাড়ি গিয়ে অভিভাবকদের জানান।
অভিযুক্ত সহকারী শিক্ষক মোশারফ তালুকদার বলেন, বিষয়টি এমন রূপ নেবে ভাবতে পারিনি। তবে তিলকে তাল বানানোর জন্য একটা পক্ষ মরিয়া হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, ঘটনার দিন বিদ্যালয়ের কাজে উপজেলায় ছিলাম। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষকের পক্ষ হয়ে ক্ষমা চেয়েছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন বলেন, কিছুদিন আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অন্য এক ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এ ঘটনার লিখিত অভিযোগ এখনো পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।