
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১১

'চিন' ,বিশ্বের অন্যতম মোড়ল বা পরাশক্তির দেশ।বিশ্বের এমন কোন ক্ষেত্র নেই তাঁদের হস্তক্ষেপ নেই।ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন সারা বিশ্বের এই প্রান্ত থেকে সেই প্রান্তে।সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী হয়ে উঠেন বেশ অল্প দিনে।বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না তাঁদের অর্থনীতির ধারা বা উথান।সারা বিশ্বকে তাঁরা হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন বাণিজ্যের প্রসার ঘটিয়ে।কম দামের সস্তায় যেকোনো কিছু বানাতে তাঁরা ওস্তাত।তাঁরা পারে না এমন কোন কাজ নেই।তাই নকল প্রডাক্ট বানাতে তাঁরা এক নম্বরে বিশ্বের।এমন কোন পণ্য নেই দুনিয়াতে যা তাঁরা নকল করেন না।তা যদি হয় খাদ্য পণ্য তাও, যেমন প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম তাঁরা সরবরাহ করেছে সারা বিশ্বে। তাই সারা বিশ্বের সবাই হুমড়ি খেয়ে চিনে যায় কম দামে ,নকল পণ্য কিনে নিজের দেশেব্যবসা করার জন্য।যাতে এই নকল পণ্য দিয়ে রাতারাতি ধনী তাঁরা হয়ে যেতে পারেন।১২০-১৫০ কোটির জনগণ নিয়ে এই গণচীন, যার অধিকাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী।খুব নগণ্য সংখ্যায় রয়েছে মুসলিমদের বসবাস।চিনের ' মুসলিম সম্রপদয়ের নাম ইউঘুর' সম্রপদয়।বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে , এই মুসলিম সম্রপদয়ের উপর নানা জুলুম নির্যাতন চালাচ্ছে চিনা শাসকরা।যদিও কার্যত বিশ্ব মিডিয়া কাজ করতে পারে না চিনে , তাই সঠিক সংবাদ পাওয়া টা ও বেশ মুস্কিল।
