
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭

বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মঞ্জু হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪৫) পরিবারের অশান্তির কারনে সোমবার রাতে বিষপান করে।
মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে।
ইনিউজ ৭১/এম.আর
