হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ১০:২৭ পূর্বাহ্ন
হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী সিসিইউতে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গত ৮ ফেব্রুয়ারি বিকালে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। বাবুনগরী বর্তমানে সেখানেই চিকিৎসাধীর রয়েছেন।

এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী বলেন, ‘সোমবার হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়। তাই মঙ্গলবার সকালে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।’

তিনি আরো জানান, গত শনিবার দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী।
ইনিউজ ৭১/এম.আর