
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩৫
সরাইল থানার বিদায় এএসআই শাহজালাল তার ফেসবুকের লেখা হুবুহু দেওয়া হল।
আপনাদের ভালবাসা আমি ভুলতে পারবনা।আর ভুলব ও না। অপরাধ দমনে এবং আমার প্রতিটি পদক্ষেপে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন।আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
সাংবাদিক ভাইয়েরাও আমার ভালো কাজে উৎসাহ দিয়েছেন। আমি সাংবাদিক ভাইদের দ্বারা কোন ধরনের কষ্ট পাইনি।আপনাদের ভালবাসায় আমি মুগ্ধ। সরাইলে আমি সব সময় মন থেকেই কাজ করেছি। আমি চেষ্টা করেছি অত্যাচারিত মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করতে।
আমি সরাইলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করেছি।"হয়তো এই সরাইলে আমার আর আসা হবেনা। আবার আসতেওপারি।
হয়তো তাদের সাথে আর এভাবে খাবার রান্না করে খাওয়া হবে না। এটাই কিন্তু দুর্ভাগ্য।

আমি আরো কৃতজ্ঞতা জানাই সরাইলবাসীর প্রতি যাদের ভালবাসা আর অনুপ্রেরণা ---