পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো ৩ হাজার ৬০০ মিটার। মঙ্গলবার বেলা সোয়া ১ টায় ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর বসানো হয়। ২৩ তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তম স্প্যানটি স্থাপন করা হলো।
পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমাায়ন কবির জানান, আজ সকাল সাড়ে নয়টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৪ তম স্প্যানটিকে বসানোর কাজ শুরু হয়। ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নং পিলারের কাছে নিয়ে আসা হয় স্প্যানটি। এরপর সকল প্রক্রিয়া শেষে বেলা সোয়া ১ টায় স্প্যানটিকে পিলারে উপরে স্থাপন করা হয়েছে।
এরআগে চলতি মাসের ২ তারিখে ৩১ ও ৩২ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল ২৩ নম্বর স্প্যানটি। পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৭ ভাগ হয়েছে। মূল সেতু নির্মাণের অগ্রগতি ৮৬ ভাগ। দ্রত গতিতে এগিয়ে চলছে সেতু নির্মাণ কাজ।