
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮

পটুয়াখালীর বাউফলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলাধীন কলতা মৌজার এস.এ ৯৯নং খতিয়ান ও একই উপজেলার ঝিলনা মৌজার এস.এ ৯৬নং খতিয়ানে রেকর্ড সূত্রে মালিক চাঁনভানু বিবি এবং ্একই উপজেলার কালতা মৌজার এস.এ ১১০/১৯১/১৩৩ নং খতিয়ানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও নিজ রেকর্ড সূত্রে মালিক জেন্নাত আলী খাঁন। চাঁনভানুর মালিকানাধীন ভুমি জেন্নাত আলীর বসত বাড়ীর সন্নিকটে এবং জেন্নাত আলীর মালিকানাধীন ভ’মি চাঁনভানুর বসত বাড়ী সংলগ্ন হওয়ায় উভয়ের ভোগ দখলের সুবিধার্থে পারস্পারিক সম্মতিতে ০৪/০২/১৯৯৩ তারিখে চাঁন ভানু ১ম পক্ষ ও জেন্নাত আলী ২য় পক্ষ হয়ে বাউফল সাব-রেজিন্ট্রী অফিসে এওয়াজ বদল/ বিনিময়পত্র রেজিষ্ট্রী করেন। উভয় পক্ষ এবং তাদের ওয়ারিশগণ এওয়াজ বদলকৃত জমি ভোগ দখল করে।
চান ভানুর পূত্র মৃত. মো. শামসুদ্দীন সিকদার, মৃত. মো. মাহতাব উদ্দীন সিকদার ও দুই কণ্যা মাহমুদা ও কহিনুর বেগমের ওয়ারিশগণ উক্ত জমির উন্নয়ন ঘটিয়ে ভোগদখল করেন।
আদালতের আদেশ অমান্য করে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে জেন্নাত আলীর ওয়ারিশ মজিবুর রহমান খান, খসরু খান, মালেক খানগন গাছ কেটে রাতের অধারে জমি দখল করে ঘর নির্মান করে।
