
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০:৩১

ভোলার বোরহানউদ্দিনে মালবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলাউদ্দিন(৪০) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ১টায় ভোলা-চরফ্যাশন সড়কের মানিকার হাটের উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের সৃজন আলী হাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, আলাউদ্দিন মানিকার হাটের উত্তর বাজার থেকে হোটেলের দিকে হেঁটে আসছিল। ওই সময় খায়ের হাট রাস্তার মাথা থেকে বোরহানউদ্দিন গামী একটি ট্রলি তাঁকে পিছন দিক দিকে সজোরে ধাক্কা দিয়ে পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি পিষ্ঠ হয়ে আলাউদ্দিন মারা যায়। ঘটনার সাথে সাথে চালক ফয়সাল ট্রলি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ট্রলিটিকে জিম্মায় নিয়ে থানা হেফাজতে দেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ম.এনামুল হক জানান, নিহতের লাশ থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব