
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬

সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আরিফুল ইসলাম সুমন অসুস্থ। তিনি কিডনি রোগ ও পেটের সমস্যায় ভুগছেন। ৬ ফেব্রুয়ারি রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনাস ইবনে মালেক এর পরামর্শে জেলা শহরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সাংবাদিক সুমনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে।
রোববার( ৯ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানো হয়। আগামী দু'তিন দিনের মধ্যে স্বাস্থ্যের উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক রোগ নির্ণয় করে তার মূল চিকিৎসা চালানো হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তার পেটে ও কোমরে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে ব্যাথা নাশক ইনজেকশন ও স্যালাইন ৮ ঘন্টা পর পর পুশ করা হচ্ছে। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য যে, সাংবাদিক আরিফুল ইসলাম সুমন তিনি সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি। জাতীয় দৈনিক 'আমাদের নতুন সময়' পত্রিকার সরাইল প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'পুবের আলো ডট নিউজ' ও 'নতুনমাত্রা ডট নিউজ' দু'টির প্রকাশক।
