
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬

কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাজহারুল ইসলাম (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছে।
এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গোলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

