
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ০:৫৭
কক্সবাজার-সড়কের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৪৫ হাজার টাকা।
পরে তাদের ধাওয়া করে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

ইনিউজ ৭১/এম.আর