
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১

সাম্প্রতিক সময়ে চীনে ছড়িয়ে পরা একটি নতুন প্রজাতির ভাইরাস যার নাম নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের প্রভাবে চীনে দেখা দিয়েছে মহামারী । যদিও বিভিন্ন গনমাধ্যমের সূত্রে এই মহামারীতে চীনে মৃত ও আক্রান্ত হওয়ার যথেষ্ট তথ্য বিভ্রাট রয়েছে। তবে গত ৪ফেব্রুয়ারী ২০২০ এর বিবিসির চায়না প্রতিনিধির দেয়া ভিডিও চিত্রে দেখা যায় চীনের রাস্তাঘাট এবং শপিংমল গুলো একেবারেই জনশূন্য । তাছাড়া চীনের পুলিশ বিবিসির চায়না প্রতিনিধিকে সংবাদ সংগ্রহ করতে বাঁধা দিচ্ছে। উক্ত ভিডিও চিত্র বলে দিচ্ছে চীনের প্রশাসন করোনা ভাইরাসের মহামারীর প্রকৃত অবস্থা প্রকাশ করতে চায়না।
সে যাইহোক প্রতিটি দেশের একটি স্বকীয় রাষ্ট্রীয় নীতিমালা আছে যে ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।আমি যে বিষয়টি নিয়ে ভাবছি, সেই বিষয়ে আমার একান্ত ব্যক্তিগত উপলব্ধি এখানে তুলে ধরছি। আমার এই ভাবনার সাথে অনেকেই একমত নাও হতে পারেন। এটা যার যার ব্যক্তি স্বাধীনতা ।চীনের এই মহামারী এর পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং মায়ানমারেও ছড়িয়ে পরেছে।ব্যাপক আসংখ্যা আছে আমাদের দেশেও এই ভাইরাস ছড়িয়ে পরার। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ব্যাপক সতর্কতা এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে অথচ আমরা বেশ উদাসীন । কিছু মানুষের মধ্যে শুধুমাত্র মাস্ক ব্যবহারের প্রবণতা ছাড়া রাষ্ট্রীয় ভাবে কোন প্রস্তুতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না।
