অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গ্রাহকদের জন্য দিচ্ছে বিশেষ সুযোগ। বিটিসিএল কর্তৃপক্ষ মুজিব শতবর্ষ উপলক্ষে বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ দিচ্ছে। নতুন সংযোগের পাশাপাশি টেলিফোনের পুনঃসংযোগের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য এই অফারও দেয়া হচ্ছে।
অফারের আওতায় প্রতি মাসে ১৫০ টাকায় বিটিসিএলের ল্যান্ডফোন থেকে ল্যান্ডফোনে আনলিমিটেড কথা বলা ও বিটিসিএল থেকে অন্য যেকোনো মোবাইল ফোন অপারেটরে প্রতি মিনিটে ৫২ পয়সায় কথা বলা যাবে।
বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ২২ নং স্টল অপারেশনের দায়িত্বে থাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) কমল চন্দ্র গাইয়েন বলেন, ‘ মেলাতে বিটিসিএলের স্টল থেকে ফ্রিতে কথা বলার ব্যবস্থা রয়েছে। এছাড়া স্টল থেকে বিটিসিএলের টেলিফোন সংযোগ, ইন্টারনেট সংযোগ, বাংলা ওয়েবসাইট খোলা, অ্যাপের মাধ্যমে কীভাবে সেবা পাওয়া যাবে তার সব তথ্য জানানো হচ্ছে।’
তিনি বলেন, ‘বিটিসিএলের টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সংযোগ নিতে কোনো চার্জ দিতে হবে না। শুধুমাত্র একটি টেলিফোন সেট ব্যবহারকারীকে কিনতে হবে। কোনো চার্জ ছাড়া একই লাইনে ইন্টারনেট সংযোগও পাওয়া যাবে।
ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে কমল চন্দ্র বলেন, ‘বিটিসিএল সবচেয়ে কম মূল্যে একমাত্র ডেডিকেটেড নেট সেবা দিচ্ছে। নেটের প্যাকেজগুলোর মধ্যে আছে- ২, ৫, ১০ ও ২০ এমবিপিএস। বাসার জন্য ৩০০ টাকার ২ এমবিপিএস ও ৫০০ টাকার ৫এমবিপিএস রয়েছে সুপারগতির নেট সার্ভিস।
সাধারণ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ৫ এমবিপিএস গতির সংযোগে যে গতি পাওয়া যায় সেখানে বিটিসিএলের ২ এমবিপিএসে তার চেয়েও অধিক গতির সেবা মিলবে।
টেলিফোন সংযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কমল চন্দ্র গাইয়েন বলেন, সারা দিন-রাত বিটিসিএল থেকে বিটিসিএল টেলিফোনে আনলিমিটেড কথা বলতে পারবেন। মাস শেষে আপনাকে শুধুমাত্র ১৫০ টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে অ্যাপের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। আর টেলিফোন থেকে মোবাইল অপারেটরে প্রতি মিনিট ৫২ পয়সা মাত্র। এক্ষেত্রে মাস শেষে বিটিসিএল ডাকযোগে বাড়িতে বিলের কাগজ পাঠিয়ে দেবে। আর এই বিলের টাকা নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধের ঝামেলায় পড়তে হবে না। তবে ব্যাংকের মাধ্যমেও বিল পরিশোধের সুবিধা রাখা হয়েছে।