রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদুল আলম বলেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে আগুনে তৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।