
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫২
র্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২০ইং রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ০১ জন সক্রিয় সদস্য ১। খন্দকার আশরাফুল জান্নাহ (১৭), পিতা- খন্দকার আমিনুর রহমান, সাং- ভাটি লক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর‘কে আটক করে।

এ সময় আটককৃত ব্যক্তির নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট জব্দ করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত খন্দকার আশরাফুল জান্না মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে ডধৎহরী ঋধৎহরষ ও কযড়হফড়শবৎ ঋরষরী নামক দুইটি ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে।
উক্ত ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জার এর মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারনা চালায়। অভিযুক্ত আসামী ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।

ইনিউজ ৭১/এম.আর