কুড়িলে লেপ-তোষকের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২০ ১২:১৮ অপরাহ্ন
কুড়িলে লেপ-তোষকের দোকানে আগুন

রাজধানীর কুড়িলে একটি দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১০ টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িলে একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এদিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় একসঙ্গে পুড়েছে চারটি বস্তির কয়েকশ ঘর।

ইনিউজ ৭১/এম.আর