
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে বিপুল ব্যবধানে জয়ের পাশাপাশি কাউন্সিলর পদেও সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অধিকাংশ ওয়ার্ডে জয়লাভ করেছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও একচেটিয়া জয় পেয়েছেন সরকারি দল সমর্থিত প্রার্থীরা।
নির্বাচন কমিশন থেকে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ৪৯টিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন পাঁচটিতে। বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন চারটিতে। স্বতন্ত্র জিতেছেন তিনটিতে।
আর উত্তরে সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ২৯টিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন চারটিতে। বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন একটিতে। স্বতন্ত্র জিতেছেন একটিতে।
বেসরকারিভাবে নির্বাচিত যারা


ইনিউজ ৭১/এম.আর